আয়কর রিটার্ন প্রস্তুতের জন্য যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করা প্রয়োজন
আয়কর রিটার্ন প্রস্তুতের জন্য যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করা প্রয়োজন তার একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হল।
বেতন খাতে আয় ::
★ সরকারী/বেসরকারী/স্বায়তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিজীবীরা প্রতিষ্ঠান হতে বেতনের প্রত্যয়নপত্র সংগ্রহ করুন।
★ বেতন যেহেতু ব্যাংকের মাধ্যমে নগদায়ন করা হয় সেহেতু ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করুন।
★ বেতন যেহেতু ব্যাংকের মাধ্যমে নগদায়ন করা হয় সেহেতু ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করুন।
বাড়ি ভাড়া খাতে আয় ::
★এ খাতের আয় নির্ধারণে যদি বাড়ি নির্মাণে কোন ঋণ নেয়া হয় তবে ঐ প্রতিষ্ঠান হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করুন।
★ এ ব্যতিত জমির খাজনার রশিদ বিদ্যুৎ বিলের হিসাব গ্যাস বিলের হিসাব ইত্যাদি সংগ্রহ করুন।
★ এ ব্যতিত জমির খাজনার রশিদ বিদ্যুৎ বিলের হিসাব গ্যাস বিলের হিসাব ইত্যাদি সংগ্রহ করুন।
পেশা/ব্যবসা খাতে আয় ::
★ এ খাতের আয় নিরুপণের জন্য ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করুন।
★ ১ জুলাই হতে ৩০ জুন পর্যন্ত আপনার ব্যবসার ক্রয়-বিক্রয় নীট লাভ স্থিতিপত্র প্রস্তুতের জন্য একটি বিবরণী তৈরী করুন।
★ পেশার ক্ষেত্রে আপনার পেশাগত আয়ের একটি বিবরণী তৈরী করুন।
★ ১ জুলাই হতে ৩০ জুন পর্যন্ত আপনার ব্যবসার ক্রয়-বিক্রয় নীট লাভ স্থিতিপত্র প্রস্তুতের জন্য একটি বিবরণী তৈরী করুন।
★ পেশার ক্ষেত্রে আপনার পেশাগত আয়ের একটি বিবরণী তৈরী করুন।
এর বাইরে ::
★ আয় বর্ষে (১ জুলাই হতে ৩০ জুন) যদি কোন স্থাবর/ অস্থাবর সম্পদ অর্থাৎ জমি/ ফ্লাট/ গাড়ি/ বাড়ি ইত্যাদি ক্রয়-বিক্রয় করে থাকেন তবে ক্রয়-বিক্রয় দলিল অগ্রিম আয়করসহ অন্যান্য খরচাদির বিবরণী/ প্রমানাদি সংগ্রহ করুন।
★ শেয়ার ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে হিসাব বিবরণীর প্রতিবেদন সংগ্রহ করুন।
★ মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র ইত্যাদির ডিভিডেন্ড/ প্রত্যয়নপত্র সংগ্রহ করুন।
★ নিজের নামে স্ত্রীর নামে কিংবা ছেলেমেয়ের নামে ইন্সুরেন্স করা হলে বা থাকলে ইন্সুরেন্সের প্রদত্ত প্রিমিয়ামের রশিদ সংগ্রহ করুন।
★ কোন তফশিলি ব্যাংকে ডিপিএস থাকলে তার হিসাব বিবরণী; এফডিআরএর ক্ষেত্রে এফডিআর এর হিসাব বিবরণী সংগ্রহ করুন।
★ শেয়ার ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে হিসাব বিবরণীর প্রতিবেদন সংগ্রহ করুন।
★ মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র ইত্যাদির ডিভিডেন্ড/ প্রত্যয়নপত্র সংগ্রহ করুন।
★ নিজের নামে স্ত্রীর নামে কিংবা ছেলেমেয়ের নামে ইন্সুরেন্স করা হলে বা থাকলে ইন্সুরেন্সের প্রদত্ত প্রিমিয়ামের রশিদ সংগ্রহ করুন।
★ কোন তফশিলি ব্যাংকে ডিপিএস থাকলে তার হিসাব বিবরণী; এফডিআরএর ক্ষেত্রে এফডিআর এর হিসাব বিবরণী সংগ্রহ করুন।
No comments