আপনি কি আয়কর আইনজীবী? আপনার পেশার স্বার্থে নিম্নোক্ত প্রশ্নের উত্তর জেনে নিন!

আপনি কি আয়কর আইনজীবী? আপনার পেশার স্বার্থে নিম্নোক্ত প্রশ্নের উত্তর জেনে নিন!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'"""
প্রশ্নঃ

(ক) আয়কর রিটার্ন কি?
(খ) আয়কর রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলক? রিটার্ন দাখিল করার বিধান কোন ধারায় বর্ণিত আছে?
(গ) কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়?
(ঘ) রিটার্ন দাখিলের পদ্ধতি কয়টি ও কি কি?
(ঙ) আয়কর রিটার্নের সাথে কি কি বিবরণী ও তথ্য উপস্হাপন করতে হয়?
(চ) আয়কর রিটার্ন কি স্বাক্ষরযুক্ত হতে হয় এবং আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারবেন?
(ছ) করদাতার রিটার্ন দাখিলের সময়সীমা কি?
(জ) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে জরিমানার পরিমাণ কত?

উত্তরঃ
(ক) আয়কর রিটার্নঃ
--------------------------

আয়কর কর্তৃপক্ষের নিকট আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্হাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
(খ) আয়কর রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলকঃ
-----------------------------------------------------------

কোন ব্যক্তি করদাতা (Individual) আয় যদি বছরে ২,৫০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে। মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,০০,০০০/- টাকার বেশী, প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০/- টাকার বেশী এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,২৫,০০০/- টাকার বেশী হয় তাহলে তাঁকে রিটার্ন দাখিল করতে হবে।
তবে আয়ের পরিমাণ যা-ই হোক না কেন, নীচের তালিকা অনুযায়ী কতিপয় ব্যক্তির ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলকঃ
(ক) যদি আয় বছরে ঐ Person এর মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করে;
(খ) যদি আয় বছরের অব্যবহিত পূর্ববর্তী ৩ বছরের কোন একটিতে Person এর কর নির্ধারণ (সার্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণসহ) ও তার ফলে করদায় সৃষ্টি হয়ে থাকে;
(গ) যদি ঐ Person নিম্নের কোন একটি হয়ে থাকে-
(১) কোন কোম্পানী;
(২) এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত কোন এনজিও;
(৩) কোন সমবায় সমিতি;
(৪) কোন ফার্ম;
(৫) কোন ব্যক্তি সংঘ;
(৬) কোন কোম্পানীর শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার Employee;
(৭) কোন ফার্মের অংশীদার;
(৮) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী (Employee) যিনি সংশ্লিষ্ট আয় বছরের যে কোন সময় ১৬,০০০/- বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করেছেন;

(ঘ) যদি আয় বছরে ঐ Person এর ধারা 44 এর আওতায় কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য কোন আয় থাকে। তবে কেবল দাতব্য উদ্দেশ্য সাধনের লক্ষ্যে গঠিত কোন প্রতিষ্ঠান অথবা কোন ফান্ডের জন্য এ বিধান প্রযোজ্য হবে না;
(ঙ) যদি আয় বছরের কোন এক সময়ে নিম্নবর্ণিত শর্তের যে কোনটি ঐ Person এর জন্য প্রযোজ্য হয়-
(১) মোটর গাড়ির মালিকানা থাকা (মোটর গাড়ি বলতে জীপ বা মাইক্রোবাসকে বুঝাবে)
(২) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকা;
(৩) কোন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা;
(৪) চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্হপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্হার নিবন্ধন থাকা;
(৫) আয়কর পেশাজীবী (Income Tax Practitioner) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধন থাকা;
(৬) কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্হার সদস্যপদ থাকা;
(৭) কোন পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া;
(৮) কোন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্হা বা কোন স্হানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করা;
(৯) কোন কোম্পানীর বা কোন গ্রুপ অব কোম্পানীজের পরিচালনা পর্ষদে থাকা।

কোন অনিবাসী বাংলাদেশী তার আয়ের উপর পরিশোধযোগ্য করের (যদি থাকে) সমপরিমাণ অংকের ব্যাংক ড্রাফটসহ তার রিটার্ন বিদেশে তার নিকটস্হ বাংলাদেশী মিশনে দাখিল করতে পারেন। এরুপ রিটার্ন পাওয়া গেলে বাংলাদেশী মিশন অফিসিয়াল সীলসহ রিটার্নের একটি প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করবে এবং রিটার্নটি বোর্ডের নিকট প্রেরণ করবে।
রিটার্ন দাখিল করার ধারাঃ
---------------------------------

আয়কর অধ্যাদেশে ১৯৮৪ এর ধারা ৭৫ রিটার্ন দাখিল সম্পর্কিত বিধান বর্ণিত রয়েছে।
(গ) যাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়ঃ
-------------------------------------------------------------

নিম্নোক্ত Person এর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক (Mandatory) হবে না-
(১) সরকারের Monthly Payment Order (MPO) এর অধীনে সুবিধা প্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান;
(২) কোন পাবলিক বিশ্ববিদ্যালয়;
(৩) কোন ফান্ড;
(৪) কোন Class of Persons যাদেরকে অফিসিয়াল গেজেটে আদেশ জারীর মাধ্যমে রিটার্ন দাখিল থেকে বোর্ড অব্যাহতি প্রদান করেছে।

(ঘ) রিটার্ন দাখিলের পদ্ধতি কয়টি ও কি কিঃ
---------------------------------------------------------

বর্তমানে রিটার্ন দাখিলের জন্য ২টি পদ্ধতি প্রচলিত আছে।
যথাঃ

(১) সাধারণ পদ্ধতি; ও
(২) সর্বজনীন পদ্ধতি

(ঙ) আয়কর রিটার্নের সাথে কি কি বিবরণী ও তথ্য উপস্হাপন করতে হয়ঃ
----------------------------------------------------------------

আয়কর অধ্যাদেশের ৭৫ ধারার উপধারা (3) এর ক্লজ (a) তে বিধান করা হয়েছে যে আয়ের রিটার্নটি বিধি দ্বারা নির্ধারিত ফরমে প্রযোজ্য সকল বিবরণ ও তথ্য সন্নিবেশ করে দাখিল করতে হবে। রিটার্নের সাথে প্রযোজ্য সকল তফসিল, বিবরণী, হিসাব, সংযোজনী ও দলিলাদিও দাখিল করতে হবে।
(চ) আয়কর রিটার্ন কি স্বাক্ষরযুক্ত হতে হয় এবং আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারেনঃ
-------------------------------------------------------------

আয়কর অধ্যাদেশের ধারা ৭৫ এর উপধারা (৩) (খ) অনুযায়ী-
(খ) প্রতিপাদিত এবং স্বাক্ষরযুক্ত হবে-
(i) ব্যক্তি বিশেষের ক্ষেত্রে স্বয়ং ঐ ব্যক্তি কর্তৃক যেক্ষেত্রে ব্যক্তি বাংলাদেশে অনুপস্হিত সেক্ষেত্রে ঐ ব্যক্তির পক্ষে নিয়োজিত ও কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক এবং যেক্ষেত্রে এরুপ ব্যক্তি মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সেক্ষেত্রে তার অভিভাবক কর্তৃক অথবা তার পক্ষে আইনতঃ কার্যক্ষম যে কোন ব্যক্তি কর্তৃক;
(ii) হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে কর্তা কর্তৃক এবং যেক্ষেত্রে কর্তা বাংলাদেশে অনুপস্হিত অথবা মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সেক্ষেত্রে ঐ পরিবারের অন্য কোন প্রাপ্ত বয়স্ক সদস্য কর্তৃক;
(iii) কোম্পানী অথবা স্হানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে মূখ্য কর্মকর্তা কর্তৃক;
(iv) ফার্মের ক্ষেত্রে নাবালক ব্যতীত যে কোন অংশীদার কর্তৃক;
(v) কোন এসোসিয়েশনের ক্ষেত্রে, এসোসিয়েশনের যে কোন সদস্য অথবা মূখ্য কর্মকর্তা কর্তৃক; এবং
(iv) অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে ঐ ব্যক্তি কর্তৃক অথবা তার পক্ষে আইনত কাজ করতে সক্ষম ব্যক্তি কর্তৃক।
(ছ) করদাতার রিটার্ন দাখিলের সময়সীমা কিঃ
----------------------------------------------------------

কোম্পানীর ক্ষেত্রেঃ
------------------------
পরবর্তী আয় বৎসরের ১৫ই জুলাই তারিখের মধ্যে অথবা যেক্ষেত্রে আয় বৎসর শেষ হওয়ার ছয় মাসের পূর্বেই ১৫ই জুলাই আসে সেক্ষেত্রে ছয় মাস উত্তীর্ণ হওয়ার পূর্বেই রিটার্ন দাখিল করতে হবে।

অন্যান্য করদাতার ক্ষেত্রেঃ
--------------------------------
অন্য সকল ক্ষেত্রে পরবর্তী আয় বৎসরের সেপ্টেম্বরের ৩০তম দিনে রিটার্ন দাখিল করতে হবে।

তবে শর্ত থাকে যে, একজন সরকারী কর্মকর্তা বিদেশে উচ্চ শিক্ষারত আছেন অথবা প্রত্যাবর্তনের অধিকারে বাংলাদেশের বাইরে কর্মরত আছেন, তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের তারিখ থেকে তিন মাসের মধ্যে ঐরুপ বিদেশে বা প্রত্যাবর্তনের অধিকার চর্চার মেয়াদ এর দলিল দাখিল করবেন।
(জ) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে জরিমানার পরিমাণ কতঃ
-----------------------------------------------------------------

করদাতা যদি ধারা-৭৫, ৭৭ ও ৮৯ (২), ৯১ (৩) বা ৯৩ (১) অনুযায়ী এবং অথবা ৭৫এ ধারার অধীনে উৎসে কর কর্তন বা সংগ্রহের জন্য যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল না করেন তাহা হইলে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা ১,০০০/- টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০/- টাকা, এ দুটির মধ্যে যেটি বেশী, উপ-কর কমিশনার কর্তৃক তাহা জরিমানা আরোপ করিতে পারেন।

প্রস্তুতকারকঃ
মোঃ মশিউর রহমান
LLB, ITP, CA-PL & MBA (DU)
আয়কর ও কোম্পানি আইন উপদেষ্টা

ম্যানেজিং পার্টনার
মশিউর সুজন এন্ড এসোসিয়েটস্

লাইব্রেরী সম্পাদক
ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন

সাবেক আর্টকেল্ড স্টুডেন্ট ও সহকারী ম্যানেজার
একনাবীন
চার্টার্ড একাউন্ট্যান্টস্

সাবেক সভাপতি
বাংলাদেশ সিএ ছাত্র পরিষদ
অফিস ঠিকানাঃ ২৬০/২ মালিবাগ, ঢাকা
ই-মেইলঃ mashiuritp@gmail.com
প্রয়োজনেঃ 01716 13 72 67

No comments

Powered by Blogger.