জেনে নিন একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের ক্যারিয়ার সম্পর্কে

Image result for chartered accountant


                 চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট

জেনে নিন একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের ক্যারিয়ার সম্পর্কে
একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট একটি প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে তার কাজ শুধু লেনদেনের হিসাব রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আর্থিক হিসাব বিশ্লেষণের মাধ্যমে তাকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মুনাফার সম্ভাবনা ও সম্পদ ব্যবস্থাপনার উপর পরামর্শ দিতে হয়।

এক নজরে একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট


সাধারণ পদবী: চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট
বিভাগ: ফিন্যান্স ও অ্যাকাউন্টিং
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ৩ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: প্রযোজ্য নয়
মূল স্কিল: গণিত, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, ফিন্যান্স, ম্যানেজমেন্ট
বিশেষ স্কিল: নির্ভুল হিসাবের দক্ষতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, এক নাগাড়ে কঠোর পরিশ্রম করার মানসিকতা, ভুল সংশোধনের দক্ষতা

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কোথায় কাজ করেন?

যেহেতু একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের কাজ আর্থিক লেনদেনের বহুমুখী বিশ্লেষণ নিয়ে, সেহেতু বড় আকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ পাওয়া যায়।

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কী ধরনের কাজ করেন?

  • প্রতিষ্ঠানের বাজেট, আর্থিক লেনদেন ও লাভ-ক্ষতির বিস্তারিত বিশ্লেষণ করা;
  • আর্থিক বিশ্লেষণের ভিত্তিতে নিয়মিত প্রতিবেদন তৈরি করা;
  • প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ দেয়া;
  • প্রতিষ্ঠানের বাজেট রক্ষার ব্যাপারে নির্দেশনা দেয়া;
  • প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে আর্থিক পরামর্শ দেয়া;
  • প্রতিষ্ঠানের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাহায্য করা;
  • প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন কীভাবে করা যায়, সে ব্যাপারে দিকনির্দেশনা দেয়া;
  • প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন কীভাবে করা যায়, সে ব্যাপারে দিকনির্দেশনা দেয়া;

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হলে আপনাকে অবশ্যই চার্টার্ড ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বা সিমার (CIMA) কাছ থেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানের এ সম্মাননা অর্জন করা সম্ভব।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার।

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • নির্ভুলভাবে বড় আকারের ও জটিল প্রকৃতির হিসাব-নিকাশ করার দক্ষতা;
  • খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করার দক্ষতা;
  • কোম্পানি ব্যবস্থাপনার উপর ভালো ধারণা;
  • সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা;
  • যোগাযোগের দক্ষতা;
  • মনোযোগের সাথে এক নাগাড়ে কাজ চালিয়ে যাবার সামর্থ্য।
একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের সামান্য ভুলের কারণে প্রতিষ্ঠানের বড় ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাই এ পেশায় আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে।

কোথায় পড়বেন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং?

বাংলাদেশে সিমার আঞ্চলিক শাখা থেকে এ বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। উল্লেখ্য যে, বিবিএ বা ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা পাবেন।

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের মাসিক আয় কেমন?

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের মাসিক আয় নির্ভর করে প্রতিষ্ঠান ও অভিজ্ঞতার উপর। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে লক্ষ টাকা বেতন অর্জনের সুযোগ রয়েছে।

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের ক্যারিয়ার অনেকটা সুনিশ্চিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি হবার কারণে তুলনামূলকভাবে কম সময়ে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করতে পারবেন।
Source:  CareeKi

No comments

Powered by Blogger.