এক নজরে একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার

উৎপাদন ব্যবস্থার কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণে একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার বড় ভূমিকা পালন করেন। আমাদের দেশে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানে এ পদ পাওয়া যায়। তবে ধীরে ধীরে এ পেশার চাহিদা বাড়ছে।

এক নজরে একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার

Image result for supply chain management
সাধারণ পদবী: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার 
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৩০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ – ৩৫ বছর
মূল স্কিল: উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান, ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক সমাধান দিতে পারা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রজেক্ট ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা

একজনসাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার কোথায় কাজ করেন?

সাধারণত বড় কোন পণ্য প্রস্তুতকারী/বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ পদে নিয়োগ দেয়া হয়।

একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার কী ধরনের কাজ করেন?

  • ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য মানসম্মত কাঁচামাল সংগ্রহ করা;
  • পণ্য উৎপাদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা ও রেকর্ড রাখা;
  • পণ্যের মান নিয়ন্ত্রণে জড়িত কর্মীদের সাথে যোগাযোগ করা;
  • পণ্য বাজারজাতকরণের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা;
  • পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের পুরো প্রক্রিয়ার নির্ভুল হিসাব রাখা;
  • উৎপাদিত পণ্য সঠিকভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে কি না, সে ব্যাপারে তদারকি করা।

একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। সাধারণত একটি প্রতিষ্ঠান যে ধরনের পণ্য তৈরি করে, সে পণ্যের ব্যাপারে খুব ভালো জ্ঞান থাকা জরুরি। যেমন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ফার্মাসির ডিগ্রিধারী কর্মী চায়।
ব্যাচেলর ডিগ্রি ন্যূনতম একটি যোগ্যতা। কেউ কেউ পণ্য ও কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য এমবিএ ডিগ্রি নেন। বর্তমানে কিছু প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর আলাদা পড়াশোনা আশা করে।
বয়সঃ কিছু ক্ষেত্রে বয়সসীমা নির্ধারিত থাকে। তবে সাধারণত ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আপনাকে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। অধিকাংশ ক্ষেত্রে ২ – ৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া হয়।

একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও সরবরাহ সম্পর্কে ভালো জ্ঞান;
  • খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করার দক্ষতা;
  • ব্যবসায়িক সমস্যা দ্রুততার সাথে সমাধানের দক্ষতা;
  • বিভিন্ন পর্যায়ের কর্মী ও ক্লায়েন্টের সাথে দক্ষভাবে যোগাযোগ করতে পারা;
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারা;
  • প্রতিষ্ঠানের সম্পদ সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা।

কোথায় পড়বেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট?

আমাদের দেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়টি বেশ নতুন। তাই খুব সীমিতভাবে এতে পড়াশোনার সুযোগ রয়েছে। অ্যাডভান্স সাপ্লাই চেইন সলিউশন বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠান কয়েক মেয়াদের ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে। কোর্স সম্পন্ন করার পর পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক সনদ অর্জন করা যায়।

একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসারের মাসিক আয় কেমন?

মাসিক আয় কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। তবে এন্ট্রি লেভেলে সাধারণত গড়ে ৳৩০,০০০ থেকে বেতন শুরু হয়। আন্তর্জাতিক সনদ থাকলে দেশের বাইরে কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে কয়েক লক্ষ টাকাও উপার্জন করা সম্ভব।

একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?

আমাদের দেশে সাধারণত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার, লজিস্টিকস অফিসার বা প্রকিউরমেন্ট অফিসার হিসাবে এ পদে নিয়োগ দেয়া হয়। কয়েক বছরের অভিজ্ঞতা অর্জন করলে সাপ্লাই চেইন ম্যানেজার হিসাবে পদোন্নতি পাবেন।
তথ্য সূত্রঃ careerki

No comments

Powered by Blogger.