এক নজরে একজন কম্পিউটার অপারেটর
একজন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য (ডাটা) এন্ট্রির কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানের অধীনে চাকরি ছাড়াও এ পেশায় ফ্রিল্যান্সিং করে ঘরে বসে উপার্জন করার সুযোগ রয়েছে।
এক নজরে একজন কম্পিউটার অপারেটর
বিস্তারিত জানুন
– একজন কম্পিউটার অপারেটর কোথায় কাজ করেন?
– একজন কম্পিউটার অপারেটর কী ধরনের কাজ করেন?
– একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় শিখবেন কম্পিউটার অপারেটিং?
– একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
– একজন কম্পিউটার অপারেটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
– একজন কম্পিউটার অপারেটর কী ধরনের কাজ করেন?
– একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় শিখবেন কম্পিউটার অপারেটিং?
– একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
– একজন কম্পিউটার অপারেটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন কম্পিউটার অপারেটর কোথায় কাজ করেন?
- সরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে;
- ব্যাংক, বীমা ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানে;
- ব্যবসায়িক প্রতিষ্ঠানে;
- শিক্ষা প্রতিষ্ঠানে;
- গণমাধ্যমে;
- বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে;
- তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানে।
উল্লেখ্য যে, একজন কম্পিউটার অপারেটর আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারেন।
একজন কম্পিউটার অপারেটর কী ধরনের কাজ করেন?
- কম্পিউটারে তথ্য এন্ট্রির কাজ করা;
- কম্পিউটারে টাইপ করে তথ্য সংযোজন করা বা বিভিন্ন প্রোগ্রামে থাকা তথ্য স্প্রেডশিটে তুলে সংগ্রহ করা;
- ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে সেগুলি এন্ট্রির কাজ করা;
- সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করা;
- পুরানো তথ্য-উপাত্ত আপডেট করা;
- বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা ও গুছিয়ে রাখা।
একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ এ পেশায় কাজ করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ন্যূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আর কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকলে যে কেউ এ ধরনের কাজে যোগ দিতে পারেন।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতাঃ কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষে নির্ধারিত হয়।
একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মাইক্রোসফট অফিসের ভালো ব্যবহার জানা;
- দ্রুত ও নির্ভুল টাইপিংয়ের ক্ষমতা;
- ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দক্ষতা;
- ধৈর্যের সাথে কাজের চাপ সামলাতে পারা;
- নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারা।
কোথায় শিখবেন কম্পিউটার অপারেটিং?
এ পেশায় মূল বিষয় দক্ষতা ও অভিজ্ঞতা। ঘরে বসেই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কাজ আপনি শিখতে নিতে পারেন। তবে বহু প্রশিক্ষণ কেন্দ্র থেকে শর্ট কোর্স করে থাকেন অনেকে।
একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
এ পেশায় যোগদান করে কমপক্ষে ৳১০,০০০ – ৳১৫,০০০ উপার্জন করা সম্ভব। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে কাজের ধরন ও গ্রাহক অনুযায়ী আয়ের পরিমাণ আরো বেশি হতে পারে। অভিজ্ঞতা যত বাড়বে, এ পেশায় আয়ের সুযোগ তত বেশি।
একজন কম্পিউটার অপারেটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
এ পেশায় নির্দিষ্ট কোন ক্যারিয়ার পর্যায় নেই। তবে কোন প্রতিষ্ঠানে যোগদান করলে অভিজ্ঞতার ভিত্তিতে লিডার হিসেবে নতুন অপারেটরদের দিকনির্দেশনা দেয়ার কাজ পেতে পারেন।
তথ্য সূত্রঃ careerki
No comments