ব্যাংক সর্বশেষ ।

সর্বশেষে প্রবাসী কল্যাণ ব্যাংকসহ দেশে এখন তফসিলি ব্যাংক (Scheduled Bank) ৫৮টি।
সরকারি বাণিজ্যিক ব্যাংক ৬টি। সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল।
সরকারি বিশেষায়িত ৩টি। বিকেবি, রাকাব ও প্রবাসী কল্যাণ।
বিদেশী ব্যাংক ৯টি।
ইসলামী ব্যতীত দেশীয় প্রাইভেট ব্যাংক ৩২টি। সর্বশেষ সীমান্ত ব্যাংক।
দেশীয় প্রাইভেট ইসলামী ব্যাংক ৮টি। সর্বশেষ ইউনিয়ন ব্যাংক।
.
তফসিলি ব্যাংক (Scheduled Bank) হলঃ
১. যে প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে তফসিলি ব্যাংক হিসেবে নিবন্ধিত। তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য সকল বিধি-বিধান মেনে চলে। যেমন CRR & SLR.
২. নির্ধারিত মূলধন(কমপক্ষে ৪০০কোটি টাকা) সংরক্ষণ করে।
৩. ডিমান্ড ডিপোজিট(গ্রাহক যখন চাইবে তখনই ফেরৎ দিতে বাধ্য এমন আমানত) নিতে পারে।
৪. ক্লিয়ারিং হাউজের সদস্য। চেক অন্য ব্যাংকে জমা দিয়ে কালেকশন করা যায়।
৫. গ্রাহকের অনুকূলে এলসি খুলতে পারে। আমদানি- রপ্তানি বাণিজ্য পরিচালনা করতে পারে।
Image result for bank bb

No comments

Powered by Blogger.