ইন্টার্ভিউ এর প্রস্তুতি আদ্যোপান্ত।
ইন্টার্ভিউ এর প্রস্তুতি আদ্যোপান্ত।
ইন্টারভিউ কল আসলে প্রিপারেশন আপনাকে নিতেই হবে। আর এই মঞ্চে “অভিজ্ঞতা” না, “রিলেভেন্স” বিক্রি হয়। আপনি কত পুরনো, সেটা ইন্টারভিউয়ারের কাছে গুরুত্বপূর্ণ না।
সে খুঁজে,
👉 আপনি কতটা current?
👉 আপনি কতটা aware?
👉 আপনি কতটা agile?
ইন্টারভিউর আগে যেগুলা না করলে আপনি নিজেই নিজেকে ফেল করাবেন:
1. 🎯 Company Research = ৫০% ইন্টারভিউ পারা
-কোম্পানির Mission, Vision, Value পড়েছেন?
-তারা কোন সেক্টরে কাজ করে, তাদের Top 3 Competitor কে?
-গত ১ বছরে কী Achievement বা Crisis গেছে তাদের?
-আপনি কীভাবে তাদের প্রাসঙ্গিক হচ্ছেন?
👉 Hint: Job portal আর Google যথেষ্ট না—LinkedIn, Annual Report, Press Releases খুঁজে পড়ুন।
2. Job Description (JD) খুঁটিয়ে পড়ুন
-সেখানে Mention করা প্রতিটি -Responsibility-এর সাথে নিজের Experience ম্যাপ করুন।
-নিজের পুরনো প্রজেক্ট/কাজ থেকে কী কী উদাহরণ দিতে পারবেন?
👉 JD পড়ার পর যদি আপনার উত্তর হয়, “ওমুক কাজ তো আগেও করছি”—তাহলে আপনি এখনো প্রস্তুত না।
3. STAR Technique ব্যবহার করুন (Interview উত্তর গুছানোর Best Framework)
S = Situation, T = Task, A = Action, R = Result
Example: “পিছিয়ে থাকা প্রজেক্ট ২ সপ্তাহে কিভাবে deliver করলাম—
-আমি আগে টিমের bottleneck চিহ্নিত করলাম (Situation)।
-লক্ষ্য ছিল client deadline মেটানো (Task)।
-কাজটা ছোট টুকরোয় ভাগ করে daily stand-up চালু করলাম (Action)।
-সময়মতো delivery হলো, client repeat order দিলো (Result)।”
4. Numbers & Metrics প্রস্তুত রাখুন
-আপনি যে কাজ করেছেন সেটা কেবল “ভালো কাজ” না—“ফলদায়ক কাজ” ছিল কি?
-কত টাকা সেভ করলেন?
-কত সময় বাঁচালেন?
-কত % efficiency বাড়ালেন?
👉 Interview হলো কথা না, ডেটার খেলা।
5. “Tell Me About Yourself” – স্ক্রিপ্ট করে আনুন। এই প্রশ্নটাই ৮০% মানুষ গুবলেট খায়।
ভুল উত্তর:
– “আমি ওমুক স্কুলে পড়েছি, আমার শখ ফুটব...”
ঠিক উত্তর:
– “আমি একজন ___ হিসেবে কাজ করেছি, আমার Strength হলো ___. এখন আমি এমন একটি প্রতিষ্ঠান খুঁজছি যেখানে আমি [Value/Contribution] দিতে পারবো।”
6. "Do You Have Any Questions for Us?" – এখানে আসল বুদ্ধি দেখান
ভুল উত্তর: “না, সব ঠিক আছে।”
ঠিক উত্তর:
– “এই পজিশনটাকে আপনারা আগামী ৬ মাসে কোথায় দেখতে চান?”
– “কীভাবে আমার পারফরম্যান্স মাপা হবে?”
– “টিমের সাথে কাজের স্টাইল কেমন?”
👉 প্রশ্ন না করলে Interviewer ধরে নেবে আপনি desperate, curious না।
7. Mock Interview করুন – একা হলেও
-আয়নায় নিজেকে প্রশ্ন করে উত্তর দিন
-Voice রেকর্ড করুন, শুনুন
-বন্ধুর সাথে Role-play করুন
👉 Practice না করলে মুখে আসবে না—আর ইন্টারভিউ লাইভ শো না, এটা ১ Take-এর খেলা।
8. Dress Code, Body Language & First Impression
-সময়মতো পৌঁছান (কমপক্ষে ১৫ মিনিট আগে)
-পোশাক হোক Smart, Role অনুযায়ী
-Eye contact, Smile, Shake hands confidently
-নিজের পরিচয় দিন Brief + Impactfully.
9. Industry News আপডেট থাকুন (Especially Last 7 Days)
-যে ইন্ডাস্ট্রিতে Interview দিচ্ছেন, সেই সেক্টরের টপ ট্রেন্ড/চ্যালেঞ্জ জানেন তো?
👉 না জানলে আপনি outdated প্রার্থী—experience দিয়েও কিছু হবে না।
10. 🚨 Salary Discussion এর জন্য Anchoring Range প্রস্তুত রাখুন
-আপনি কত Expect করছেন?
-তার basis কী? (Market data, Job Role, Your Value)
👉 সরাসরি "আপনারা যা দিবেন" বললে Interviewer বুঝে—আপনার market value আপনিই জানেন না। সব সময় আপনার বর্তমান স্যালারির ৩০% বাড়িয়ে বলবেন।
আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে আপনি শুধু Interview Fail করবেন না—fail করবে আপনার পুরো ক্যারিয়ার ট্র্যাক।
-যে ইন্ডাস্ট্রিতে Interview দিচ্ছেন, সেই সেক্টরের টপ ট্রেন্ড/চ্যালেঞ্জ জানেন তো?
👉 না জানলে আপনি outdated প্রার্থী—experience দিয়েও কিছু হবে না।
10. 🚨 Salary Discussion এর জন্য Anchoring Range প্রস্তুত রাখুন
-আপনি কত Expect করছেন?
-তার basis কী? (Market data, Job Role, Your Value)
👉 সরাসরি "আপনারা যা দিবেন" বললে Interviewer বুঝে—আপনার market value আপনিই জানেন না। সব সময় আপনার বর্তমান স্যালারির ৩০% বাড়িয়ে বলবেন।
আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে আপনি শুধু Interview Fail করবেন না—fail করবে আপনার পুরো ক্যারিয়ার ট্র্যাক।
Source:Md. Ekramul (Evaan) Haque
No comments