ভ্যাটের এ বি সি
কোন বিষয় সম্পর্কে জানতে বা শিখতে তখনই ভালো লাগে যখন ঐ বিষয়ের ব্যাসিক জিনিসগুলো জানা থাকে বা জানা যায়। ভ্যাট আইন আমরা জানি এবং লিখি ২০১২ সালের আইন, কিন্তু এটা কার্য কর হয় ১লা জুলাই, ২০১৯।
ভ্যাট বিষয়ে বিভিন্ন ধারাণা লাভের জন্য আমাদের জানা প্রয়োজন আইন, বিধি, এসআরও, জিও, ব্যাখ্যা পত্র, বিশেষ আদেশ প্রভৃতি।
ভ্যাটের কাজ আমি শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারিনা। যেকোন বিষষ জানা বা শেখার জন্য স্টেপ বাই স্টেপ পাড়ি দেওয়া প্রয়োজন।
১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা আছে-১৩৯ টি।
২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ তে বিধি আছে-১১৯ টি।
৩। ফরম আছে-৭৫ টি।
ভ্যাট আইনে শিডিউল বা তফসিল আছে ৩ টি-
প্রথম তফসিলঃ
সকল পর্যায়ে শুল্ক কর অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবার তালিকা। এখানে দুটি পার্ট রয়েছে।
1. First part: VAT exempted Goods
2. Second part: VAT exempted services.
(ধারা-২৬)
দ্বিতীয় তফসিলঃ
যে সব পণ্য ও সেবাতে সম্পূরক শুল্ক বিদ্যমান সেসব পণ্য ও সেবার তালিকা।
কোন কোন স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান তা জানার জন্য এখানে তিনটি টেবিল রয়েছে।
Table-1: Goods (Import Stage)
Table-2: Goods (Supply stage)
Table-3: Services (Supply stage)
তৃতীয় তফসিলঃ
তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার ও সুনির্দিষ্ট কর সংক্রান্ত পণ্য ও সেবার তালিকা।
(ধারা-১৫)
Table-1 (Part-A): Goods (5%)
(Part-B): Service (5%)
Table-2 (Part -A): Goods (7.5%)
(Part-B): Service (7.5%)
Table-3 (Part-A): Goods (10%)
(Part-B): Service (10%)
Table-4 (Part-A): Goods (Specific Amount of VAT)
(Part-B): Service (specific Amount of VAT)
VAT for Local Trading stage:
Medicine: 2.4%
Diesel, Kerosine, Octane, Petrol, Furnace oil and LPG: 2%
Land developer: 2%
Flat (1-1600 square feet): 2%
Flat (Above 1600 square feet): 4.5%
Re-registration: 2%
এই রেট গুলো ছাড়া সকল ক্ষেত্রে ভ্যাটের হার ৫% লোকাল ট্রেডিং এর ক্ষেত্রে। যদি রেয়াত গ্রহণ না করে আর রেয়াত নিলে ১৫% হার প্রযোজ্য।
No comments