যেভাবে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করবেন: জেনে নিন সকল পদ্ধতি

যেভাবে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করবেন: জেনে নিন সকল পদ্ধতি
অনেকের মতে উইন্ডোজ ১০ এর সবচেয়ে অপ্রিয় দিক হচ্ছে এর স্বয়ংক্রিয়ভাবে আপডেট ইন্সটল করার প্রবণতা ও আপনাকে দিয়ে কাজটা করানোর জন্য বারবার নোটিফিকেশন দেয়া। ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিলেন- সাথে সাথে আপডেট ইন্সটল শুরু হবে, যতক্ষন না আপডেট শেষ হচ্ছে পিসি বন্ধ করা ঠিক হবে না। কোন বিশেষ কাজ করছেন মনোযোগ দিয়ে, নোটিফিকেশন আসবে আপনার চোখের সামনে, বারবার।
“আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব? কিভাবে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করব! কিভাবে? কিভাবে? কিভাবে?”  যদি এসব ভেবে থাকেন- তো আর দুঃশ্চিন্তা করবেন না। আপনি ঠিক জায়গায় এসেছেন। দেখে নিন যতভাবে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করা যায়:

সমাধান: ১ ডিজএবল করুন উইন্ডোজ আপডেট সার্ভিস  

ধাপ: ১ কী-বোর্ড হতে Windows logo key + R একই সাথে চাপুন যেন Run বক্স  আসে।
ধাপ: ২ টাইপ করুন services.msc এবং Enter বাটন চাপুন।   
Windows Update Solution1 Step1-Ryans News
ধাপ: ৩ নিচে স্ক্রোল করে Windows Update খুঁজে নিন, ডাবল ক্লিক করুন।    
Windows-Update Solution1 Step2-Ryans News    
ধাপ: ৪ Startup type থেকে Disabled বাছাই করুন। তারপর সেটিং সেভ করতে Apply এবং OK ক্লিক করুন।
Windows-Update-Solution1-Step-3-Ryans News
সংযুক্তি: উইন্ডোজ আপডেট সার্ভিস সেটিং কিছুদিন পর স্বয়ংক্রিয়ভাবে আগের অবস্থায় চলে যাবে। তাই আপনাকে এই কাজটি প্রায়ই করা লাগবে।   

সমাধান: ২ Group Policy Editor এর সেটিং পরিবর্তন করুন

ধাপ: ১ Windows logo key + R একসাথে চাপুন ও Run box এলে gpedit.msc  লিখে OK করুন  
ধাপ: ২ এই ধারাবাহিকতা অনুসরণ করুন Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Update.  
ধাপ: ৩ Configure Automatic Updates এ ডাবল ক্লিক করুন।
ধাপ: ৪ Configured Automatic Updates এর বাম দিক থেকে Disabled সিলেক্ট করুন, ক্লিক করুন Apply তারপর OK করুন ।  
সংযুক্তি: The Group Policy ফিচার উইন্ডোজ এর Home edition এ নেই। আপনি যদি Windows 10 Professional, Enterprise, অথবা Education এডিশন ব্যবহার করে থাকেন তবে এই প্রক্রিয়ায় অটোমেটিক আপডেট বন্ধ করতে পারবেন। এরপর থেকে গ্রুপ পলিসি এডিটর নতুন আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল না করে আপনাকে আগে নোটিফাই করে নেবে। আরও মনে রাখুন, আপনি যদি আপনার উইন্ডোজের ভার্সন পরবর্তিতে আপডেট করতে চান তবে উপরোক্ত পদ্ধতির অনুসরণ করে Enabled সিলেক্ট করুন।    

সমাধান ৩: আপনার Network Connection মিটার করুন

ধাপ: ১ আপনার ডেস্কটপ এর সর্ব বামের নিচে অবস্থিত Start button এ ক্লিক করুন এবং তারপর Settings অ্যাপ ক্লিক করুন
Windows-Update-Solution3-Step-1-Ryans News
ধাপ: ২ Network & Internet ক্লিক করুন।
  Windows-Update-Solution3-Step-2-Ryans News
ধাপ: ৩ বামের থেকে WiFi ক্লিক করুন, তারপর আপনার Wi-Fi কানেকশন এর নামে ক্লিক করুন
Windows-Update-Solution3-Step-3-Ryans News
ধাপ: ৪ আপনার কানেকশনের নিচে থাকা Manage known network এ ক্লিক করুন  
Windows-Update-Solution3-Step-4-Ryans News  
ধাপ: ৫ লিস্ট থেকে আপনার নেটওয়ার্কটি ক্লিক করুন
Windows-Update-Solution3-Step-5-Ryans News
ধাপ: ৬ Properties এ ক্লিক করুন।
Windows-Update-Solution3-Step-5-Ryans News
ধাপ: ৭ Set as metered connection খুঁজে সুইচ On করুন।
Windows-Update-Solution3-Step-7-Ryans News
সংযুক্তি: মনে রাখবেন আপনার কম্পিউটার ইথারনেট কানেকশন এর হলে এই পদ্ধতি কাজ করবে না। এই পদ্ধতি শুধুমাত্র Wi-Fi connection এর জন্য।    

সমাধান: ৪ পরিবর্তন করুন Registry ব্যবহার করে উইন্ডোজ ১০ আপডেট হবার প্রক্রিয়া

সতর্কতা: Registry এডিট করা কিছুটা বিপজ্জনক। কোনো ভুল করলে অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে, তাই যদি আপনি কনফিডেন্ট না হন তাহলে আগে আপনার কম্পিউটার এর ফুল ব্যাকআপ করে নিন। সেটা করার জন্য আপনি EaseUS এর মত ফ্রী ব্যাকআপ সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন। এখান (https://www.easeus.com/backup-software/tb-free.html ) থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন, এরপর নিচের প্রক্রিয়ায় আপনার কম্পিউটার এর যাবতীয় তথ্য ব্যাকআপ করুন।
প্রথমে, EaseUS Todo Backup ওপেন করুন এবং আপনার পছন্দসই ব্যাকআপ অপশন বাছাই করুন।              
Windows-Update-Solution4-Step-1-Ryans News
তারপর, আপনি  system, hard drive, files অথবা apps যা যা ব্যাপআপ করা প্রয়োজনীয় বোধ করবেন বাছাই করুন এবং কোথায় ব্যাকআপ ফাইল স্টোর করবেন সেই Destination (গন্তব্য) সিলেক্ট করুন।  
সর্বশেষ, Proceed ক্লিক করে হার্ড ড্রাইভ থেকে তথ্যাদি ব্যাকআপ করুন।       
এখন, যেহেতু আপনার হাতে ব্যাকআপ আছে, তাই উইন্ডোজ ১০ আপডেট কাস্টমাইজ করা আপনার জন্য নিরাপদ। নিচের পদ্ধতি অনুসরণ করে Registry পরিবর্তন করুন।  
ধাপ: ১ Windows logo key + R একসাথে চেপে Run কমান্ড বাক্স আনুন।
ধাপ: ২ regedit টাইপ করুন, এরপর OK করে Registry আনুন এবং নীচের পথ ফলো করুন।
           HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
ধাপ: ৩ Windows (folder) key এর ওপরে রাইট-ক্লিক করুন, New সিলেক্ট করুন, তারপর Key তে ক্লিক করুন।  
ধাপ: ৪ নতুন key দিন WindowsUpdate এবং প্রেস করুন Enter
ধাপ: ৫ নতুন তৈরি করা key এর ওপরে রাইট-ক্লিক করুন, এরপর সিলেক্ট করুন new এবং ক্লিক করুন Key  
Windows-Update-Solution4-Step-4-Ryans News
ধাপ: ৬ নতুন Key এর নাম লিখুন AU এবং প্রেস করুন Enter
নতুন তৈরি করা key এর ভেতরে ডান পাশে রাইট-ক্লিক করুন, সিলেক্ট করুন New, এবং ক্লিক করুন DWORD (32-bit) Value        
ধাপ: ৭ নতুন key এর নাম রাখুন AUOptions এবং প্রেস করুন Enter
নতুন তৈরিকৃত key এর ওপরে ডাবল-ক্লিক করুন, এর value পরিবর্তন করে 2 করুন। এটা হচ্ছে “Notify for download and notify for install” নোটিফিকেশন এর জন্য। OK ক্লিক করুন।         
ধাপ: ৮ Registry ক্লিক করে বের হয়ে আসুন।   
এভাবেই আপনি আপনার উইন্ডোজ ১০ আপডেট এর স্বয়ংক্রিয় প্রচেষ্টা বন্ধ করতে পারবেন- সব ভাবে।
সংগৃহীত ঃ ryansn

1 comment:

Powered by Blogger.