শুদ্ধ বানান চর্চা

শুদ্ধ বানান চর্চা 
মুখস্থ নাকি মুখস্ত...?
......................
মুখস্ত নাকি মুখস্থ? কী লিখবেন... দ্বিধায় পড়ে গেলেন? এরকম আরো অনেক শব্দ (যেমন- হস্ত, ঢাকাস্থ, গৃহস্থ, ব্যস্ত) লিখতে গিয়েও হয়তো আপনি দ্বিধায় পড়ে যেতে পারেন। লক্ষ্য করুন- আমি শব্দগুলো লেখার সময় কখনো স্ত আবার কখনো স্থ লিখেছি। তাহলে কোথায় স+ত আর কোথায় স+থ হবে? একটি সহজ নিয়ম মনে রাখুন। তাহলে কোন শব্দেই আর দ্বিধায় পড়বেন না। 
শব্দটি থেকে স্ত কিংবা স্থ কে আলাদা করুন। এবার যদি শব্দটির প্রথম অংশ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে চোখ বন্ধ করে লিখুন স+থ। যেমন মুখস্থ থেকে মুখ আলাদা করলে তা অর্থ প্রদান করছে। আর যদি শব্দাংশটি কোন অর্থ প্রকাশ না করে তাহলে লিখুন স+ত। যেমন অভাবগ্রস্ত। এখানে স্ত আলাদা করলে 'অভাবগ্র' কোন অর্থ দেয় না। সুতরাং এখানে স+ত হবে। এবার মিলিয়ে নিন- গৃহস্থ, ঢাকাস্থ, ঠোটস্থ, মস্ত, হস্ত, ব্যস্ত, সন্ত্রস্ত।
সংগৃহীত ঃ ZakirsBCSspecials

No comments

Powered by Blogger.