এক নজরে একজন মনিটরিং অফিসার

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর কাজের পরিধি বেশ বড়। একজন মনিটরিং অফিসার এসব সংস্থার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি মূল্যায়নের মূল কাজ করেন।

এক নজরে একজন মনিটরিং অফিসার

Image result for monitoring officer
সাধারণ পদবী: মনিটরিং অফিসার, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার
বিভাগ: সামাজিক উন্নয়ন
প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম, চুক্তি ভিত্তিক
লেভেল: মিড লেভেল
মিড লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ৫ – ১০ বছর
মিড লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৫০,০০০ – ৳৮০,০০০
মিড লেভেলে সম্ভাব্য বয়স: ৩০ – ৪০ বছর
মূল স্কিল: পার্টিসিপেটরি রুরাল অ্যাপারাইজাল (PRA) সম্পর্কে জ্ঞান, লগ-ফ্রেম বেইজড মনিটরিংয়ে দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা
বিশেষ স্কিল: গবেষণার দক্ষতা, যোগাযোগের দক্ষতা, রিপোর্টিং

একজন মনিটরিং অফিসার কোথায় কাজ করেন?

  • বেসরকারি উন্নয়ন সংস্থায়;
  • আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়;
  • অলাভজনক সেবাভিত্তিক প্রতিষ্ঠানে।
বিভিন্ন খাতে মনিটরিং অফিসারের পদ দেখা যায়। যেমনঃ
  • মানব উন্নয়ন;
  • সামাজিক উন্নয়ন;
  • শিক্ষা;
  • নারীর ক্ষমতায়ন;
  • লিঙ্গ সমতা;
  • টেকসই উন্নয়ন;
  • দুর্যোগ ব্যবস্থাপনা।

একজন মনিটরিং অফিসার কী ধরনের কাজ করেন?

  • প্রজেক্টের অগ্রগতি পর্যবেক্ষণ করা;
  • মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা তৈরি করা;
  • প্রজেক্টের সাথে যুক্ত কর্মীদের নির্দেশনা দেয়া;
  • প্রজেক্টের সাথে যুক্ত কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা;
  • প্রজেক্টের সাথে কর্মীদের কাজ পর্যালোচনা করে রিপোর্ট তৈরি করা;
  • প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হচ্ছে কি না, সে ব্যাপারে সামগ্রিক মূল্যায়ন করা।

একজন মনিটরিং অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে ফ্যাকাল্টি অফ আর্টস বা সোশ্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকলে এ পদে কাজ করা যায়। সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ ও অর্থনীতি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবার সম্ভাবনা রয়েছে।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। তবে সাধারণত আপনার বয়স কমপক্ষে ৩০ – ৪০ বছর হতে হবে। বড় প্রজেক্টে বয়সের সীমা বাড়তে পারে।
অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত উন্নয়ন খাতে ৫ – ১০ বছর কাজ করার পর এ পদে কাজের সুযোগ পাওয়া যায়।

একজন মনিটরিং অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • উন্নয়ন খাত সম্পর্কে সম্যক জ্ঞান;
  • মনিটরিংয়ের পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা;
  • সার্ভে করার দক্ষতা;
  • পর্যবেক্ষণ ক্ষমতা;
  • ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সরিয়ে রেখে যৌক্তিকভাবে মূল্যায়ন করার দক্ষতা;;
  • খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেবার ক্ষমতা;
  • বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে দক্ষভাবে যোগাযোগ করতে পারা;
  • দলগত কাজে দক্ষতা।

একজন মনিটরিং অফিসারের মাসিক আয় কেমন?

কাজের ধরনভেদে মনিটরিং অফিসারের বেতন আলাদা হয়। সাধারণত স্থায়ী কাজের ক্ষেত্রে মাসিক বেতন ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে চুক্তিভিত্তিক কাজে পুরো প্রজেক্টের মেয়াদে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংস্থা বা প্রজেক্টে কাজ করলে মেডিকেল ইনস্যুরেন্স, রিক্রিয়েশন ফি ও প্রভিডেন্ট ফান্ডের মতো সুবিধা পাবার সম্ভাবনা রয়েছে।

একজন মনিটরিং অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?

এন্ট্রি লেভেলে অ্যাসিস্ট্যান্ট মনিটরিং অফিসার বা প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসাবে আপনার ক্যারিয়ার শুরু হবে। ৫- ১০ বছরের মধ্যে মনিটরিং অফিসার হবার যোগ্যতা অর্জন করবেন। এ ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে বড় প্রজেক্টের উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়া যায়।
তথ্য সূত্র careerki.com 

No comments

Powered by Blogger.