বাক্য পরিবর্তন


প্রশ্ন-১
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। (সরল)
৩. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৪. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। (অস্তিবাচক)
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী, তা জানতে চাই। (প্রশ্নবোধক)
৭. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)
উত্তর:
১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে।
৩. তিনি বিদ্বান বটে, কিন্তু নিরহংকারী।
৪. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে।
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী?
৭. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
প্রশ্ন-২
১. আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
২. এসব কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)
৩. ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না। (প্রশ্নসূচক)
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল)
৫. পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। (জটিল)
৬. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে। (যৌগিক)
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
উত্তর:
১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
২. এসব কথা সে মুখে আনিতে অপারগ।
৩. ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি গণনা করা যায়?
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৫. যদি ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব।
৬. সে অনেক চেষ্টা করেছে, তাই সাফল্য লাভ করেছে।
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
প্রশ্ন-৩
১. যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। (সরল)
২. যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না। (সরল)
৩. কোথাও ধার পেলাম না বলে তোমার কাছে এসেছি। (সরল)
৪. যদি পাস করতে চাও, তাহলে পড়ো। (সরল)
৫. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত কি এগিয়ে আসে? (না-বোধক নির্দেশাত্মক)
৭. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
উত্তর:
১. তিনি বিদ্বান হলেও নিরহংকারী।
২. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না।
৩. কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি।
৪. পাস করতে চাইলে পড়ো।
৫. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।
৭. আমরা বাধা দিতে অক্ষম ছিলাম।
প্রশ্ন-৪
১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল)
৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক)
৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
উত্তর:
১. সরস্বতী কি বর দেবেন না?
২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৩. যদিও তিনি দরিদ্র তথাপি তিনি সত্যবাদী।
৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. সে একটু বিস্মিত হলো।
৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যত্ন নিচ্ছে।
প্রশ্ন-5
১। আমি যে গান গাই , তাহা যৌবনের গান ( সরল)
২।যার বিদ্যা আছে তিনি সর্বত্র পূজিত হন ( যৌগিক)
৩।কেহ কহিয়া দিতেছে না , কিন্তু তপোবন বলে বোধ হইতেছে ( ( মিশ্র)
৪।এতে দোষ নেই । ( প্রশ্নবোধক )
৫। ভুল সকলেই করে ( প্রশ্নবোধক )
৬।কোথাও কি তিনি আছেন? ( নেতিবাচক )
৭। মেয়েটি অত্যন্ত সুন্দর ( বিস্ময়সূচক)
৮। সরস্বতী বর দেবেন কি ? ( নেতিবাচক )
৯।সকলেই মরণশীল ( নেতিবাচক )
১০। পার্কে এখন কেউ নেই ( অস্তিবাচক)
উত্তর:
১।আমি যৌবনের গান গাই।
২। তিনি বিদ্বান , তাই সর্বত্র পূজিত হন।
৩। যদিও কেহ কহিয়া দিতেছে না তবুও তপোবন বলিয়া মনে হইতেছে।
৪।এতে দোষ কি?
৫।সকলে ভুল করে কি?
৬। কোথাও তিনি নেই।
৭। মেয়েটি কি সুন্দর!
৮। সরস্বতী বর দেবেন না।
৯। কেউ অমরণশীল নয়।
১০।পার্কটা একেবারেই নির্জন।
প্রশ্ন-6
১. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
২. সে নিরপরাধ, অতএব সে মুক্তি পাবে। (জটিল)
৩. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৪. সত্ লোক কখনো মিথ্যার সঙ্গে আপস করে না। (জটিল)
৫. ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। (সরল)
৬. শহীদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৭. দুর্জনকে দূরে রেখো। (অনুজ্ঞাসূচক)
উত্তর:
১. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
২. যেহেতু সে নিরপরাধ, সেহেতু সে মুক্তি পাবে।
৩. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৪. যে সত্ লোক, সে কখনো মিথ্যার সঙ্গে আপস করে না।
৫. ছেলেটি গরিব হলেও মেধাবী।
৬. শহীদেরা অমর।
৭. দুর্জনের কাছ থেকে দূরে থাকা উচিত।
প্রশ্ন-7
১. আমি তোমাকে কিছুই দেব না। (অস্তিবাচক)
২. বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। (জটিল)
৩. যদি সাফল্য চাও, তাহলে পরিশ্রম করো। (যৌগিক)
৪. তুমি আবার এসো। (নেতিবাচক)
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় না। (প্রশ্নবোধক)
৬. সে আর আসবে না। (অস্তিবাচক)
৭. সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এল। (বিস্ময়সূচক)
৮. ধার্মিকেরা সুখী। (জটিল)
উত্তর:
১. তোমাকে কিছু দেওয়া থেকে আমি বিরত থাকব।
২. যা অভিনন্দনের দাবি রাখে, তা বাঙালির আত্মজাগরণ।
৩. পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো।
৪. তুমি আবার না এলে হবে না।
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় কি?
৬. সে আবার আসা থেকে বিরত থাকবে।
৭. কী অন্ধকার ঘনিয়ে এল সন্ধ্যার পর!
৮. যারা ধার্মিক, তারা সুখী।
প্রশ্ন-8
১. সৌরভের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
২. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)
৩. এতে দোষ নেই। (প্রশ্নবাচক)
৪. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. যা বার্ধক্য তা বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
৭. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
৮. দয়া করে সব কথা খুলে বলুন। (যৌগিক)
উত্তর:
১. সৌরভের স্বাস্থ্য খারাপ।
২. আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়।
৩. এতে কি দোষ নেই?
৪. দেশের সেবা করো।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
৭. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।
৮. দয়া করুন এবং সব কথা খুলে বলুন।
প্রশ্ন-9
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. এতে দোষ কী! (নেতিবাচক)
৩. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৪. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৫. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৬. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)
৭. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র)
উত্তর:
১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. এতে দোষ নেই।
৩. মন দিয়ে লেখাপড়া করো।
৪. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৫. যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।
৬. আহ্! ভারি মিষ্টি সেই বাঁশির সুর!
৭. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
প্রশ্ন-১0
১. না মহারাজ, তিনি আশ্রমে নাই। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
৪. তাহারা কি পাষাণ? (নেতিবাচক)
৫. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশসূচক)
৬. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
৭. যারা ভালো ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (সরল)
৮. যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
উত্তর:
১. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।
২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. তাহারা পাষাণ নয়।
৫. জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
৬. আমি তোমাকে নেব বলে এসেছি।
৭. ভালো ছেলেরা গুরুজনের কথা মেনে চলে।
৮. সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
প্রশ্ন-১1
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. এতে দোষ কি! (নেতিবাচক)
৩. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৪. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৫. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৬. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)
৭. হৈম তার অর্থ বুঝল না। (অস্তিবাচক)
৮. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র)
উত্তর:
১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. এতে দোষ নেই।
৩. মন দিয়ে লেখাপড়া করো।
৪. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৫. যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।
৬. আহ্! ভারি মিষ্টি সেই বাঁশির সুর।
৭. হৈমর কাছে তার অর্থ অবোধ্য রইল।
৮. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
প্রশ্ন-১2
১. না মহারাজ, তিনি আশ্রমে নাই। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
৪. তাহারা কি পাষাণ? (নেতিবাচক)
৫. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশসূচক)
৬. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
৭. যারা ভালো ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (সরল)
৮. যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
উত্তর:
১. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।
২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. তাহারা পাষাণ নয়।
৫. জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
৬. আমি তোমাকে নেব বলে এসেছি।
৭. ভালো ছেলেরা গুরুজনের কথা মেনে চলে।
৮. সে দরিদ্র, কিন্তু চরিত্রবান।
প্রশ্ন-১3
১. লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৪. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
৫. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
৬. উজ্জ্বল স্বাস্থ্যহীন নয়। (অস্তিবাচক)
৭. যে রক্ষক, সে ভক্ষক। (সরল)
৮. ভুল সবাই করে। (প্রশ্নবাচক)
উত্তর:
১. যদি লোভ পরিত্যাগ করো, তাহলে সুখে থাকবে।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৪. শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৫. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে।
৬. উজ্জ্বল স্বাস্থ্যবান।
৭. রক্ষকই ভক্ষক।
৮. সবাই কি ভুল করে?
প্রশ্ন-13
১. পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. জোর যার মুল্লুক তার। (প্রশ্নবাচক)
৪. পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
৫. পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। (নেতিবাচক)
৬. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে (সরল)।
৭. একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
উত্তর:
১. পৃথিবী ক্ষণস্থায়ী।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. জোর যার মুল্লুক কি তার নয়?
৪. যারা পরিশ্রমী লোক, তারাই সাফল্য লাভ করে।
৫. পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রইল না।
৬. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
৭. একলা যেতে ভয় করবে কি না, জানতে চাই।
প্রশ্ন-14
১. লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৪. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
৫. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
৭. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
উত্তর:
১. যদি লোভ পরিত্যাগ করো, তাহলে সুখে থাকবে।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৪. শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৫. মিথ্যাবাদীকে সকলেই অপছন্দ করে।
৬. মন দিয়ে লেখাপড়া করিয়ো।
৭. সকলেই কি ভুল করে?
প্রশ্ন-15
১. হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
২. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
৪. পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
৫. পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। (নেতিবাচক)
৬. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
৭. একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
উত্তর:
১. হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
২. সকলেই দেশের সেবা করবে।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. যারা পরিশ্রমী লোক, তারাই সাফল্য লাভ করে।
৫. পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রইল না।
৬. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
৭. একলা যেতে ভয় করবে কি না জানতে চাই।
প্রশ্ন-১6
১. এ আশ্রমমৃগ, বধ করিবেন না। (অস্তিবাচক)
২. হৈমন্তী চুপ করিয়া রহিল। (নেতিবাচক)
৩. যে অন্ধ, তাকে আলো দাও। (সরল)
৪. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
৫. এতে দোষ কী? (নেতিবাচক)
৬. যদি পড়াশোনা না করো, তাহলে ভবিষ্যত্ অন্ধকার। (যৌগিক)
৭. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
উত্তর:
১. আশ্রমমৃগ, বধ করা থেকে বিরত হউন।
২. হৈমন্তী কোনো কথা কহিল না।
৩. অন্ধকে আলো দাও।
৪. ওকে চেনা অসম্ভব।
৫. এতে দোষ নেই।
৬. পড়াশোনা করো, নইলে ভবিষ্যত্ অন্ধকার।
৭. তুমি সে-ই, যাকে আমি নিতে এসেছি।
প্রশ্ন-17
১. সে মরবে, তবুও এ কথা বলবে না। (মিশ্র)
২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
৩. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
৪. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৫. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
৬. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবাচক)
৭. সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। (জটিল)
উত্তর:
১. যদিও সে মরবে, তবুও এ কথা বলবে না।
২. রহিমের স্বাস্থ্য খারাপ।
৩. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
৪. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৫. সকলে দেশসেবা করো।
৬. তাঁর বাবা কি শৈশবে মারা যান?
৭. যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
প্রশ্ন-18
১. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)
৩. বরফ গলিল না। (অস্তিবাচক)
৪. ভিক্ষুককে ভিক্ষা দান করো। (জটিল)
৫. পুলিশের লোক জানিবে না। (প্রশ্নবোধক)
৬. যে ব্যক্তি পরিশ্রমী, সে-ই সুখী হয়। (সরল)
উত্তর:
১. সকলেই নীরব থাকিতেছে।
২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
৩. বরফ অগলিত রইল।
৪. যে ভিক্ষা চায়, তাকে দান করো।
৫. পুলিশের লোক জানিবে কি?
৬. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়।
প্রশ্ন-19
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)
২. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৩. এটা নিঃসন্দেহ যে, তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
৫. তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হাতেই ও রহিল। (সরল)
৬. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৭. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
উত্তর:
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি?
২. যারা ছাত্র, তাদের অধ্যয়নই তপস্যা।
৩. এটা সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
৪. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
৫. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৬. তোমার নাম বলো।
৭. দৃশ্যটি কী সুন্দর!


No comments

Powered by Blogger.