“ল’ অফ এন্টারটেইনমেন্ট”

 “ল’ অফ এন্টারটেইনমেন্ট”। এই সুত্রমতে
১। ছাত্রজীবনে যত বেশি বিনোদনের মধ্যে সময় নষ্ট করবেন, কর্মজীবনে আপনার দুরবস্থা দেখে অন্যরা ততো বেশি বিনোদিত হবে।
২। ছাত্রজীবনে যত ঘুমাবেন, কর্মজীবনে ধাক্কা খাওয়ার পর টেনশনে ততো ঘুম হারাম হয়ে যাবে। মৃত্যুর পর আপনি ঘুমানোর অনেক সময় পাবেন। তাই জীবনকে করে তুলুন কর্মময়।
৩। কম্পিউটারে আপনি যত সময় গেম খেলে কাটাবেন, জীবন আপনাকে নিয়ে ততো গেম খেলবে। প্রত্যেক বিনোদনেরই একটি সমান ও বিপরীত ক্রন্দন আছে।

No comments

Powered by Blogger.