সাম্প্রতিক তথ্য

#সাম্প্রতিক_তথ্য:
.
.
বর্তমানে দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার?
-- ১১.২% (বিবিএস)।
.
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শেষ বিন্দু ?
-- বুলুপাড়া।
.
 ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের ?
-- ৩৩তম বহৎ অর্থনীতির দেশ।
.
'পুটনির দ্বীপ' অবস্হিত?
-- বঙ্গোপসাগর ও সুন্দরবনের মোহনায়।
.
'গোলাপ ডলফিন' পাওয়া যায় ?
-- পুটনির দ্বীপে।
.
'ভোক্তা অধিকার' দিবস ?
-- ১৫ মার্চ।
.
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কোন সংস্হা?
-- SpaceX।
.
 বাংলাদেশ কবে 4G (চতুর্থ প্রজন্মের মোবাইন ফোন সেবা) যুগে প্রবেশ করে ? 
-- ১৯ ফেব্রুয়ারি,২০১৮।
.
২০১৮ সালে একুশে পদক লাভ করেন ? 
-- ২১ জন ব্যক্তি।
.
২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ? 
-- ১৮ জন ব্যক্তি।
.
 বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ? 
-- ১১৫ তম ।
.

.
 বাংলাদেশ জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় ? 
-- ১৭ মার্চ , ২০১৮।
.
বিটিআরসি এর সর্বশেষ তথ্য মতে( ২৯-০১-২০১৮)
-- দেশে মোবাইল ফোন গ্রাহক - ১৪ কোটি ৫১ লাখ 
১৪ হাজার এবং ইন্টারনেট গ্রাহক - ০৮ কোটি ০৪
লাখ ৮৩ হাজার।
.
 সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সেরা ২য় নারী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন ? 
-- শেখ হাসিনা ।
.
বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ ?
-- ৯২তম। শীর্ষ দেশ - নরওয়ে।
.
 বিশ্বের কতটি দেশে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে? 
-- ৫২ টি দেশে।
.
 ১৩ তম জি-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
-- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
.
 কত তারিখে নেপাল ট্রাজেডি সংঘটিত হয়?
-- ১২ই মার্চ, ২০১৮।
.
 'কাকন বিবির' বাড়ি কোন জেলায়?
-- সুনামগঞ্জ।
.
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম কি?
-- টেলস্টার ১৮।
.
A brief history of time গ্রন্থের জন্য খ্যাত ও মহাবিস্ফোরণের ব্যাখ্যাকারক বর্তমান বিশ্বের সেরা বিজ্ঞানী স্টেফেন হকিং কোন রোগে আক্রান্ত হয়েছিলেন ? 
-- নিউরোলজিক্যাল।
.
# প্রথম জাতীয় গ্রন্হাগার দিবস পালিত হয়?
-- ০৫ ফেব্রুয়ারি।
.
আইনের শাসন সূচকে বাংলাদেশ ?
-- ১০২তম। শীর্ষ দেশ - ডেনমার্ক।
.
৯০তম অস্কার পুরস্কার প্রাপ্ত ছবির নাম?
-- The Shape of watter।
.
মৃত্যু কূপ হিসেবে পরিচিত নেপালের বিমানবন্দরের নাম ? 
-- ত্রিভুবন ।
.
অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ ?
-- ১২৮তম। শীর্ষ দেশ - হংকং। 
.
বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম? 
-- জ্যাকব টাওয়ার, উচ্চতা ২২৫ ফুট । এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
.
'Exam Warriors' গ্রন্হের রচয়িতা?
-- নরেন্দ্র মোদি।
.

সম্প্রতি ১ম বাংলাদেশী কিশোরী হিসেবে ১৬.১ 
কি. মি. দৈর্ঘ্য বিশিষ্ট বাংলা চ্যানেল জয় করেন ?
-- মিতু আখতার ( ১৯ মার্চ , ২০১৮)।
.
সম্প্রতি চীনের কোন নেতাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হয় ? 
-- সিং জিন পিং।
.
নব নির্বাচিত রাশিয়ার প্রেসিডেন্টের নাম ? 
-- ভ্লাদিমির পুতিন।
.
 স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
-- ১৪ মার্চ, ২০১৮। (৭৬ বছর)।
.
'ব্ল্যাক হোল' আবিস্কার করেন ?
-- স্টিফেন হকিং।
.
ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম ?
-- নেপাল।
.
বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ?
-- ১১৫তম।
.
 সবচেয়ে সুখী দেশ?
-- ফিনল্যান্ড।
.
বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
-- সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
.
'শেখ হাসিনা' সেনানিবাস কোথায় অবস্থিত?
-- লেবুখালী, পটুয়াখালী।
.
সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের
মিলিটারিতে নিয়োগের সম্মতি দেয়?
-- সৌদি আরব।
.
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ?
-- সোমালিয়া।
.
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
-- নিউজিল্যান্ড।
.
দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড?
-- ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
.
 বাংলাদেশে ২০১৮ সালে 'product of the year' ঘোষণা করা হয়?
-- ঔষুধ শিল্পকে।
.
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম?
-- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।(২৯তম)।
.
 বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার অবস্থিত?
-- ফেনীর মহিপালে। দৈর্ঘ্য ৬৯০ মিটার। (উদ্বোধন ৪ জানুয়ারি ২০১৮)।
.
রাফাহ সীমান্ত পথ অবস্হিত?
-- মিসর ও ফিলিস্তিনে।
.
//Ovro Chowdhury.
.
আফরিন -- সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত শহর।
.
বর্তমান বিশ্বে শীর্ষ ধনী ব্যক্তি ?
-- জেফ বেজোস । সম্পদ - ১১২ বিলিয়ন।
.
২০১৮ সালে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়?
-- বিহার, ভারত।
.
বর্তমান অর্থ সচিব কে?
-- মোহাম্মদ মুসলিম চৌধুরী।
.
 বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ ?
-- নেপাল। বাংলাদেশ ২য়।
.
বিশ্বের শীর্ষ নির্মল বায়ুর দেশ ?
-- অস্ট্রেলিয়া।
.
বর্তমানে কমনওয়েলথের সদস্য সংখ্যা ?
-- ৫৩ টি।
.
নব নির্বাচিত নেপালের ৪১তম প্রধানমন্ত্রী ?
-- কে পি অলি শর্মা।
.
দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট ?
-- সিরিল রামাফোসা।
.
সম্প্রতি কোন দেশ পুনরায় কমনওয়েলথে যোগদান করে ?
-- গাম্বিয়া।
.
২০১৮ সালে দশম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
-- জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা।
.
 মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ?
-- আব্দুল্লা ইয়ামিন।
.
২০১৮ সালে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
-- লন্ডন, যুক্তরাজ্য।
.
 পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ?
-- ২০২০ সালে , অস্ট্রেলিয়ায়।
.
শীতকালীন অলিম্পিক গেমস্ ২০১৮ অনুষ্ঠিত হয়?
-- পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া।
.
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৮ (পুরুষ) চ্যাম্পিয়ন?
-- রজার ফেদেরার।
.
নিদাহাস ট্রফি কোন খেলার সাথে জড়িত ?
-- ক্রিকেট। (শ্রীলংকা)।
.
নিদাহাস ট্রফি'২০১৮ চ্যাম্পিয়ন দেশ ?
-- ভারত। রানার্সআপ - বাংলাদেশ।
.
২১তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ?
-- গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া।
.
 অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ?
-- ভারত।
 ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে
অংশগ্রহণের জন্য বাছাইপর্ব উত্তীর্ণ নবম ও দশম দেশ?
-- ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

No comments

Powered by Blogger.