To Pass the Preliminary Exam
যে কোন প্রিলি পাশ করার জন্য যা যা লাগবেঃ
(এই পোস্টটি তাদের জন্য যারা জীবনে অনেক পরীক্ষা দিয়েও প্রিলি পাশ করতে পারেন নাই)
প্রিলি পাশ করার তিনটি key factor আছে।
১। Minimum Level Study:
a) Bank, BCS, Non-cadre সহ যত পরীক্ষায় আছে, সব গুলোর MCQ Question পড়ে ফেলেন।
b) Monthly Current Affairs পড়বেন।
(এই পোস্টটি তাদের জন্য যারা জীবনে অনেক পরীক্ষা দিয়েও প্রিলি পাশ করতে পারেন নাই)
প্রিলি পাশ করার তিনটি key factor আছে।
১। Minimum Level Study:
a) Bank, BCS, Non-cadre সহ যত পরীক্ষায় আছে, সব গুলোর MCQ Question পড়ে ফেলেন।
b) Monthly Current Affairs পড়বেন।
২। Proper utilization of your brain & time at exam hall:
পরীক্ষার হলে আপনার ব্রেইন এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
৩। Luck:
আপনার কপালে না থাকলে আপনি যত চেষ্টা করেন লাভ হবে না।
BREB তে প্রিলি পাশ করতে ৮০ এর মধ্যে কমপক্ষে ৭৭-৭৮ লাগে। যে ৭৬ পাবে সে কি মেধাবী না??
আসলে তার কপালে নাই তাই ১-২ মার্কের জন্য টিকতে পারবে না।
Book list:
1. Gorge MP3> Bangla, GK,
2. Master English
3. Professors Gonit Spacial.
4. Oracle Science
5. Easy Computer.
6. Professors key to bank (Both govt & pvt)
পরীক্ষার হলে আপনার ব্রেইন এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
৩। Luck:
আপনার কপালে না থাকলে আপনি যত চেষ্টা করেন লাভ হবে না।
BREB তে প্রিলি পাশ করতে ৮০ এর মধ্যে কমপক্ষে ৭৭-৭৮ লাগে। যে ৭৬ পাবে সে কি মেধাবী না??
আসলে তার কপালে নাই তাই ১-২ মার্কের জন্য টিকতে পারবে না।
Book list:
1. Gorge MP3> Bangla, GK,
2. Master English
3. Professors Gonit Spacial.
4. Oracle Science
5. Easy Computer.
6. Professors key to bank (Both govt & pvt)
No comments