Preparation Info

প্রধানমন্ত্রী পদাধিকারবলে প্রধান
1. ECNEC
2. NEC
3. NICAR
4. EPZ
5. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
6. জাতীয় পরিবেশ কমিটি
7.রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
8. জাতীয় পর্যটন পরিষদ
9. জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ
/
রাষ্ট্রপতি পদাধিকারবলে প্রধান

১. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
২. পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
৩. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
৪.বাংলাদেশ স্কাউট
৫.এশিয়াটিক সোসাইটি
/=======
সাংবিধানিক পদ ‪#‎৯টি‬, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ‪#‎৭টি‬।
===
বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠান গুলো হলঃ
-----------------------------
১। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ
২। আইন বিভাগ
৩। বিচার বিভাগ
৪।নির্বাচন কমিশন
৫। সরকারি কর্ম কমিশন
৬। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
/
সাংবিধানিক পদ সমুহ হলঃ
----------------------------
১.রাষ্ট্রপতি
২.প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭.অ্যাটর্নি জেনারেল
৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
৯. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
/
কে কাকে শপথ বাক্য পাঠ করান?
.
১। রাষ্ট্রপতি কর্তৃক : প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রি, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি
২। স্পিকার কর্তৃক : রাষ্ট্রপতি, সংসদ সদস্য
৩। প্রধান বিচারপতি কর্তৃক : সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
৪। প্রধানমন্ত্রী ককর্তৃক : সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান।
৫। বিভাগীয় কমিশনার কর্তৃক : পৌর মেয়র এবং কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান।
৬। জেলা প্রশাসক কর্তৃক : ইউনিয়নের চেয়ারম্যান গণ।
/
/
সুশাসন নিশ্চিতকরণে উপাদানঃ
এডিবি (ADB) - ৪
আইডিএ (IDA) - ৪
এএফডিবি AFDB) - ৫
( UNHCR) - ৫
বিশ্বব্যাংক (WB) - ৬
জাতিসংঘ (UN) -৮
ইউএনডিপি (UNDP) - ৯

No comments

Powered by Blogger.