আসল (সত্যিকার এর) জার্নাল কিংবা দুই নাম্বার / জাল (Predatory) জার্নাল এবং impact factor কিভাবে চিনবেন
আসল (সত্যিকার এর) জার্নাল কিংবা দুই নাম্বার / জাল (Predatory) জার্নাল এবং impact factor কিভাবে চিনবেন
[সম্ভব হলে post টি সবার সাথে শেয়ার করবেন কারণ এতে অনেকের ই অর্থ ও সময় বাঁচবে এবং প্রতারণা থেকেও বেঁচে যাবে]
দুপুর বেলা একটু রেস্ট নেয়ার জন্য শুইসিলাম । বিকালে ফেসবুক এ ঢুকে দেখি আমার দুইজন NSU এর স্টুডেন্ট এক ই জার্নাল নিয়ে জানতে চেয়েছে যে ঃ সেটা কেমন জার্নাল এবং সেই জার্নাল এ বেশ ভালো পরিমাণ টাকা pay করবে কিনা। একটু ঘাঁটা ঘাটি করে বুঝলাম কাহিনী কি। জার্নাল টি Thomson Reuters এর করা লিস্ট এর অন্তর্ভুক্ত না এবং খুব সম্ভবত predatory journal । আমি নিচের তিন টি পয়েন্ট এ ক্লিয়ার করার চেষ্টা করবো ঃ (১) আসল (সত্তিকার এর) জার্নাল (২) Predatory জার্নাল এবং (৩) জার্নাল এর impact factor :
(১) আসল (সত্যিকার এর) জার্নাল কিভাবে চিনবেন ?:
*** আমি একটা pdf এখানে দিচ্ছি ; দয়া করে এই জার্নাল গুলির [আসল (সত্যিকার এর) জার্নাল] বাইরে অন্যান্য জার্নাল এ article দেওয়া (submit) করা থেকে বিরত থাকাই হয়ত আপনার জন্য মঙ্গল হবে । এই লিস্ট এ যে জার্নাল গুলো আছে সেগুলির যে কোনটি তে আপনার university এর শিখখকের সাথে কথা বলে submit করতে পারেন ঃ
https://clarivate.com/…/Crv_JCR_Full-Marketing-List_A4_2018…
(২) Predatory কিংবা দুই নাম্বার জার্নাল কিভাবে চিনবেন ?:
এই বিষয় এ আমার ফেসবুক ফ্রেন্ড Dr Rajat Das Gupta ভাই এর অত্যন্ত সুন্দর একটি লেখা আছে ঃ
"সকাল বেলা ইমেইল খুলেছেন। দেখলেন Austin Journal of Cancer and Clinical Research থেকে মেইল এসেছে। আপনাকে পেপার সাবমিট করতে বলা হয়েছে। মনের ভিতর আনন্দে লাফিয়ে উঠল। এই তো আপনার জীবনের লক্ষ্য সফল হতে যাচ্ছে। কিন্তু না সাবধান। আপনি ফাঁদে পা দিতে যাচ্ছেন। এইগুলো ভুয়া জার্নাল। সায়েন্টিফিক কমিউনিটিতে এদের নাম হচ্ছে প্রিডেটরি জার্নাল। এই জার্নালগুলো বেশির ভাগ সময় টাকার বিনিময়ে ঠিকমত পিয়ার রিভিউ না করেই আর্টিকেল পাবলিশ করে। মাঝে মাঝে লেখা জমা দেওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। এতে বিজ্ঞানের কোন লাভ হয় না। এক হিসাবে দেখা গেছে, ২০১৪ সালে প্রিডেটরি জার্নাল বিশ্বব্যাপী ৭৪ মিলিয়ন ডলারের অনৈতিক ব্যবসা করেছে। দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে। আর এর শিকার আমাদের মত উন্নয়নশীল দেশের গবেষকরা।
একটা কথা মনে রাখবেন দেশের বাইরে উচ্চশিক্ষার আবেদন করলেন। সিভিতে লিংক দিলেন আপনার প্রিডেটরি জার্নালে লেখা প্রকশিত হয়েছে। বাইরের কোন ভালো বিশ্ববিদ্যালয় আপনাকে নিবে না। ভালো বিশ্ববিদ্যালয় বললাম কারণ এখন বাইরেও প্রিডেটরি বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে। সে প্রসঙ্গে পরে আসছি।
কিভাবে চিনবেন কোনটা ভুয়া জার্নাল। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান জিফারি বিল অনৈতিক জার্নালকে প্রিডেটরি জার্নাল হিসেবে অভিহিত করেন এবং বিশ্বব্যাপী প্রিডেটরি জার্নালের একটি তালিকা করেন। এ তালিকা https://beallslist.weebly.com সাইটে দেওয়া আছে। এ কথা মনে রাখবেন পাবমেড ইনডেক্স হলেই ভালো জার্নাল ভাবার উপায় নাই। পাবমেডের ভিতরেও প্রিডেটরি জার্নাল আছে।
মাঝে মাঝে প্রিডেটরি জার্নালগুলো প্রিডেটরি কনফারেন্স আয়োজন করে। তৃতীয় বিশ্বের অনেক জায়গায় মানুষ ইউরোপ বা আমেরিকান কনফারেন্স শুনলে বেশ গুরুত্ব দেয়। এরা রেজিস্ট্রেশন ফি এর নামে বড় অঙ্কের টাকা নেয়। আরও কষ্টের বিষয় হল, এরা যে হোটেলে কনফারেন্স করবে সেখানকার সাথে একটা চুক্তিতে আসে। গেস্ট-রা এসব হোটেলে ওঠেন, কনফারেন্স এর আয়োজক-রা টাকার ভাগ পায়। এই নিয়ে এই লেখাটি পড়তে পারেন (goo.gl/shcLRm)।
............
সবাই সৎ থাকবেন। একাডেমিয়াতে সততার কোন বিকল্প নাই।
............
সবাই সৎ থাকবেন। একাডেমিয়াতে সততার কোন বিকল্প নাই।
লেখক: Dr Rajat Das Gupta
Research Associate
James P Grant School of Public Health
BRAC University"
Research Associate
James P Grant School of Public Health
BRAC University"
(৩) জার্নাল এর impact factor কীভাবে বুঝা যায় ঃ
সত্তিকার এর জার্নাল এর মাঝেও একটা ব্যাপার আছে - কোন জার্নাল টি অন্য জার্নাল এর তুলনায়ে একটু বা বেশী ভালো । এটা আসলে এত সহজে বোঝা যায় না । তারপর ও মোটামুটি একটা ওয়ে হলও জার্নাল এর impact factor । সাধারণত যেই জার্নাল এর impact factor ১০ এর বেশি , সেই জার্নাল যে অসাধারণ জার্নাল -এটা সকলের ই বুঝা উচিৎ । এর অর্থ এই না যে ঃ কোন 'সত্যিকার' জার্নাল এর impact factor ১ হলে , সেটি খারাপ । এই ব্যাপারে অভিজ্ঞ দের পরামর্শ নিতে পারেন ।
সত্তিকার এর জার্নাল এর মাঝেও একটা ব্যাপার আছে - কোন জার্নাল টি অন্য জার্নাল এর তুলনায়ে একটু বা বেশী ভালো । এটা আসলে এত সহজে বোঝা যায় না । তারপর ও মোটামুটি একটা ওয়ে হলও জার্নাল এর impact factor । সাধারণত যেই জার্নাল এর impact factor ১০ এর বেশি , সেই জার্নাল যে অসাধারণ জার্নাল -এটা সকলের ই বুঝা উচিৎ । এর অর্থ এই না যে ঃ কোন 'সত্যিকার' জার্নাল এর impact factor ১ হলে , সেটি খারাপ । এই ব্যাপারে অভিজ্ঞ দের পরামর্শ নিতে পারেন ।
** কিন্তু আসল প্রশ্ন হলও ঃ এই impact factor আসলে কোন impact factor ?
উত্তরঃ এই impact factor হলও Thomson Reuters এর impact factor । ভুলেও অন্য কোন ভুয়া impact factor বিশ্বাস করবেন না । Predatory কিংবা দুই নাম্বার জার্নাল গুলি ও কিন্তু এরকম impact factor অনেক সময় লিখে রাখে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ।
উত্তরঃ এই impact factor হলও Thomson Reuters এর impact factor । ভুলেও অন্য কোন ভুয়া impact factor বিশ্বাস করবেন না । Predatory কিংবা দুই নাম্বার জার্নাল গুলি ও কিন্তু এরকম impact factor অনেক সময় লিখে রাখে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ।
এই লিঙ্ক থেকে আপনি খুব সহজেই Thomson Reuters এর সত্তিকার এর impact factor জানতে পারবেন ( এটা গত বছর এর , এই বছরের টা মনে হয় এখনও available না ) ঃ
http://biblioteca.garrahan.edu.ar/pdfs/FILR2016.pdf
http://biblioteca.garrahan.edu.ar/pdfs/FILR2016.pdf
Thomson Reuters এর করা লিস্ট এর অন্তর্ভুক্ত জার্নাল এর (পয়েন্ট ১ দেখুন , আমি সেই লিস্ট দিয়েছি ) ওয়েবসাইট এ গেলেও এই সত্তিকার এর impact factor জানতে পারবেন ।
**** কয়েক দিন আগে Higher Study এর একটি গ্রুপ এ একজন বিএসসি student দাবি করে বসলেন ঃ তার তেরটি জার্নাল । পরে দেখা গেল তার সব জার্নাল ই predatory journal , যেগুলার কোন ইমপ্যাক্ট ফ্যাক্টর ই নেই ( বিদেশ এর প্রফেসর দের কাছে এই ধরনের কাজ পুরাই garbage) । আমদের দেশ এ যোগ্যতা না বরং বয়স দেখে promotion দেওয়ার কারনেই অনেক Univ টিচার ও এই ব্যাপারগুলি কিছুই বুঝেন না এবং এই ধরনের জার্নাল এ নিজের নাম দিতেও গর্ব বোধ করেন !!!!!!!!!!!!!!
- সম্ভব হলে post টি সবার সাথে শেয়ার করবেন কারণ এতে অনেকের ই অর্থ ও সময় বাঁচবে এবং প্রতারণা থেকেও বেঁচে যাবে ...... সবাই সৎ থাকবেন। একাডেমিয়াতে সততার কোন বিকল্প নাই।
- (Courtesy :Dr. Mahdy Rahman) ,
- (Courtesy :Dr. Mahdy Rahman) ,
No comments