|| কোম্পানির নিয়োগ প্রক্রিয়া ||

|| কোম্পানির নিয়োগ প্রক্রিয়া ||
Image result for interview
সাধারণত এন্ট্রি লেভেল জব-এর জন্য প্রথমে লিখিত ও পরে দুই দফা মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু মধ্যস্তর ও ঊর্ধ্বতন পদে দুই দফা মৌখিক পরীক্ষা (ভাইভা) নিয়েই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
প্রাথমিক ভাইভা বোর্ড-এ সাধারণত তিনজন বিচারক/নির্বাচক থাকেন- একজন সংশ্লিষ্ট বিভাগের বস, একজন মানবসম্পদ ব্যবস্থাপক ও আরেকজন অন্য যে কোনো বিভাগের কর্মকর্তা। এর উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করা। বস বেছে নেবেন পছন্দসই কর্মী, মানবসম্পদ ব্যবস্থাপক দেখবেন সকল শর্ত সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা আর অন্য বিভাগের (নিরপেক্ষ) কর্মকর্তা নিশ্চিত করবেন বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা।
উন্নত বিশ্বে সঠিক প্রার্থী নির্বাচনের জন্য আরো বেশি সতর্কতা অবলম্বন করা হয়। সেখানে ভাইভা বোর্ডে তৃতীয় বিচারক হিসেবে থাকেন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পর্কহীন, কিন্তু দক্ষ কোনো ব্যক্তি, যিনি ভাইভা বোর্ডে প্রার্থীকে টেকনিক্যাল প্রশ্ন করে নিশ্চিত হন যে, প্রার্থীর বিষয়ভিত্তিক দক্ষতা ও যোগ্যতা কতখানি?
এই যে অতিথি বিচারক, তাঁকে বলা যেতে পারে external expert। এর ফলে যোগ্য লোক নির্বাচন করা সহজ হয়, আবার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাও নিশ্চিত হয়। আশার কথা- আমাদের দেশেও সীমিত পরিসরে এর চর্চা শুরু হয়েছে। ফলে হাজারো প্রার্থীর ভিড়ে সঠিক লোক নির্বাচন অনেকখানি সহজতর হচ্ছে। হয়ত external expert-কে কিছু সম্মানী দিতে হয়, কিন্তু কোম্পানিগুলো ভুল লোক নির্বাচনের আশংকা বা ঝুঁকি থেকে বেঁচে যায়।
লিখেছেনঃ রাজিব আহমেদ
মার্কেটিং এক্সপার্ট ও ট্রেইনার
🔰███████████████🔰
Bangladesh Career Club
ক্যারিয়ারের সার্চ ইঞ্জিন
( দক্ষ জনশক্তি বিনির্মাণে অঙ্গিকারাবদ্ধ)

No comments

Powered by Blogger.