চাহিবা মাত্র ইহার বাহককে (-) টাকা দিতে বাধ্য থাকিবে কথাটির অর্থ কি?

প্রশ্ন: চাহিবা মাত্র ইহার বাহককে (-) টাকা দিতে বাধ্য থাকিবে কথাটির অর্থ কি?
উত্তর: আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপে একমাত্র প্রতিষ্টান বাংলাদেশ ব্যাংক। কিন্তু কথা হলো এই মুদ্রা আসলে কি?
মুদ্রা বলতে কি বোঝায় সেই সম্পর্কে একটু ধারনা দিয়ে রাখা ভাল। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি। ১ ও ২ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো Bill of Exchange।
এখন আসি আসল কথায়, বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় ( Liability). আরেকটু পরিষ্কার করে বলছি।
মনে করুণ, আপনি কোন কারনে ব্যাংক নোটের উপরে আস্তা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১ও ২ টাকা প্রদান করে দায় থেকে মুক্তি হবে। এই হচ্ছে মূল বিষয়।
আরেকটু ব্যাখ্যা করে বলি, বাংলাদেশ ব্যাংক যখন কোন নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ ১ও ২ টাকার নোট বা কয়েন সরকারি একাউন্ট থেকে নিজের একাউন্টে নিয়ে নেয়। আবার যখন ১ও ২ টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি একাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা(১ও২) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও ১ও ২ টাকার কয়েন/ নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
মনে রাখবেন, ১ও ২ টাকা হলো টাকা বাকিগুলো Bill of Exchange.

No comments

Powered by Blogger.