তোমার মূল্য।

একজন স্পিকার একটি সেমিনারে দাঁড়িয়ে সবাইকে ১০০ ডলারের একটা নোট দেখিয়ে বলল- আমি এই ১০০ ডলার তোমাদের মধ্যে আগ্রহী একজনকে দেব। কিন্তু সবাই হাত তুললো! তারপর সে নোটটি দুমড়ে মুচড়ে জিজ্ঞাসা করলো- এবার কে নিতে আগ্রহী? সবাই হাসি মুখে আবার হাত তুললো। সবশেষে নোটটি মাটিতে ফেলে জুতা দিয়ে মুচড়ে তারপর জিজ্ঞাসা করলো- এবারো সবাই নিতে আগ্রহী হয়ে হাত তুললো। স্পিকার এবার বললো- বন্ধুরা আমি এখানে তোমাদের একটা কথা বুঝাবার চেষ্টা করলাম: একটা ১শ ডলারের নোট যত বাজে অবস্থায়ই থাকুক না কেনো এর মূল্য কিন্তু কমেনা। এটা ছিলো মাত্র ১শ ডলার! তোমার জিবনের মূল্য এর থেকে কত্তগুন বেশী? আমাদের সুন্দর এই জীবনেও এমন অনেক বাজে ঘটনা ঘটতে পারে। যার জন্য আমরা প্রস্তুত থাকিনা, এমনকি নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনেক সাফার করতে হয়। কিন্তু একটা কথা স্পষ্ট জেনে রাখো- তোমার জীবনে যা-ই ঘটোক না কেনো, তোমার মূল্য কখনোই কমে যায় না। এটা সম্ভবই না। তোমরা প্রত্যেকেই নিজেদের জীবনে বিশেষ একজন। এই কথাটা কখনো ভুলে যেও না।।
No comments