কয়েকটি প্রশাসনিক তথ্য
১)সচিবালয় কি?
উ:সবগুলো মন্ত্রনালয়কে একসাথে সচিবালয় বলা হয়।তবে বাংলাদেশে মোট সচিবালয় কিন্তু পাঁচটি।
ক)মন্ত্রীপরিষদ সচিবালয় বা ক্যাবিনেট(Cabinet)
খ)বাংলাদেশ সচিবালয়(secreteriate)
গ)সংসদ সচিবালয়(National council)
ঘ)কর্মকমিশন সচিবালয়(psc)
ঙ)নির্বাচন কমিশন সচিবালয়(EC)
২)স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের পার্থক্য কোথায়?
উ:কেন্দ্রের সরকারি নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় স্থানীয় শাসন। স্থানীয় শাসনের উদাহরণ হলো বিভাগীয় প্রশাসন,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন।অন্যদিকে স্থানীয় স্বায়ত্বশাসন বলতে বোঝায় এলাকাভিত্তিক স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের শাসন।যেমন জেলা পরিষদ,উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন।এই শাসনব্যাবস্থা তিন স্তর বিশিষ্ট।
৩)বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তার মর্ঝাদাক্রম?
উ:বিভাগীয় কমিশনার যুগ্মসচিব,জেলা প্রশাসক উপসচিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিবের সম মর্যাদাসম্পন্য ব্যাক্তি।
৪) সচিব কে?
উ:সচিব হলেন মন্ত্রনালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মুখ্য হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।১৯৯৭ সাল থেকে মন্ত্রী মন্ত্রনালয়ের নির্বাহী প্রধান আর সচিব মন্ত্রীর প্রধান পরামর্শক ও উপদেষ্টা।প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সচিবকে বলা হয় মুখ্য সচিব।
৫)অধিদপ্তর ও পরিদপ্তর:মন্ত্রনালয়ের বাইরে দুটি প্রশাসনিক ইউনিট হলো অধিদপ্তর ও পরিদপ্তর।অধিদপ্তরের প্রধান হলেন মহা-পরিচালক যিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্য।পরিদপ্তরের প্রধান হলেন পরিচালক যিনি যুগ্মসচিবের পদমর্যাদার।
৬)উপজেলা বনাম থানা:
বর্তমানে উপজেলা বলতে প্রশাসনিক একটা স্তর যা উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন।আর থানা বলতে আইনশৃঙ্খলা কাজ সংক্রান্ত ইউনিট যা উপজেলা প্রশাসনের বাইরে থেকে কাজ করে।
উপরে উল্লেখিত তথ্যগুলো বিভিন্ন বই থেকে নেওয়া।ভুল হলে মার্জনীয়।
৭। প্রশ্ন ‘মহার্ঘ ভাতা’ কী?
উত্তর : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয়, তাই ‘মহার্ঘ ভাতা’।
No comments