কমোডে কি ধরণের জিনিস ফেলা উচিৎ নয়, যেগুলো স্যুয়ারেজ সিস্টেম ব্লক করে দেবে?

আমরা অনেকসময় অসাবধানতায় অথবা না জেনে এমন কিছু কমোডে ফেলি যেগুলো স্যুয়ারেজ সিস্টেম ব্লক করে দেবার জন্য যথেষ্ট।  

জেনে নিন কোনগুলো পাইপে জমে বন্ধ করে দিতে পারে পাইপ।  
পশুখাদ্য বেসিনে অথবা কমোডে ফেলবেন না ভুলেও। এ ধরনের খাবারে থাকা সিলিকা ও মিনারেল পানিতে দ্রবীভূত হয় না। ফলে জমে থাকে পাইপে।কফি পাউডার পাইপের ভেতর জমে অন্যান্য বর্জ্য আটকে দেয়। ফলে বেসিনে অথবা কমোডে এটি না ফেলাই ভালো।ভেজা টিস্যু ভুলেও ফেলবেন না কমোডে। এটি স্যুয়ারেজ সিস্টেম ব্লক করে দেয়।কমোডে ডায়াপার ফেলবেন না। কারণ ডায়াপারের ভেতরে থাকা জেলের অংশ পানিতে দ্রবীভূত হয় না। উল্টো পানির সংস্পর্শে এটি ফুলে ওঠে। ফলে আটকে যায় পাইপ।কটন বাডস ভুলেও ফেলবেন না কমোডে অথবা বেসিনে। এগুলো এলোমেলোভাবে আটকে বন্ধ করে দেয় পাইপ।তেলজাতীয় কিছু ফেলবেন না বেসিনে। এগুলো পানির সংস্পর্শে এসে জমাট বেধে যায়। ফলে সৃষ্টি হয় ব্লক।  
তথ্য: ব্রাইট সাইড

No comments

Powered by Blogger.